শিরোনাম
৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন
বিস্তারিত
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় সেখানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সমবায় অফিসের সহকারী পরিদর্শক এসএম জাহাঙ্গীর। শেষে উপজেলার রামরামপুর আশ্রয়ন ফেইস টু প্রকল্পে ৮ জন সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৬০হাজার টাকা ঋন বিতরণ করা হয়েছে।